New Update
/anm-bengali/media/media_files/unr4lfXH6wnkVA0PpxRw.jpg)
নিজস্ব সংবাদদাতা: চরম অব্যবস্থা দেখা গেল প্রায় ২৫০ কোটি টাকার গঙ্গাসাগর মেলায়। শৌচাগার নেই, রাস্তা নেই। এছাড়াও ইলেকট্রিক বিল বাবদ হাজার হাজার টাকা দিতে হচ্ছে সাধুদের। এবার এই নিয়ে X হ্যান্ডেলে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করল বঙ্গ বিজেপি। তাদের প্রশ্ন সাধুদের ওপর হওয়া অত্যাচার দেখেও কেন চুপ রয়েছেন মাননীয়া?
চরম অব্যবস্থা গঙ্গাসাগর মেলায়! নেই শৌচাগার,নেই রাস্তা - ইলেকট্রিক বিল বাবদ সাধুদের দিতে হচ্ছে হাজার হাজার টাকা।
— BJP West Bengal (@BJP4Bengal) January 17, 2024
সাধুদের ওপর অত্যাচার দেখেও কোন স্বার্থে চুপ আছেন মাননীয়া? pic.twitter.com/PU6XylvfnM
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us