SSC-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিকাশরঞ্জনের ! বড় বিপাকে SSC ?

কি বললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ?

author-image
Debjit Biswas
New Update
bikash

নিজস্ব সংবাদদাতা : এবার এসএসসি (SSC)-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন,''এই তালিকাটি সম্পূর্ণ নয়। যদি সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়, যা তাদের তা করতেই হবে, তবে সেই সংখ্যা প্রায় ৭০০০-এ পৌঁছাবে। এরা সরাসরি দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন এবং এদেরকেই 'দাগি' বলা হয়েছে।"

Ssc

এরপর তিনি বলেন,''পুরো রাজ্য প্রশাসন এই দুর্নীতির গভীরে ডুবে আছে। তাদের পক্ষে স্বাধীনভাবে চিন্তা করার, কোনও কিছু স্বচ্ছ ও ন্যায্যভাবে করার কোনো উপায় নেই। রাজ্যের উচিত অভিভাবকের মতো আচরণ করা। রাজ্য সবার অভিভাবক, কিন্তু তারা একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের রক্ষকের মতো আচরণ করছে।"