বিকাশ ভবন বিক্ষোভে উত্তেজনা! শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা হাই কোর্টের

বিকাশ ভবনের সামনে শিক্ষক বিক্ষোভের ঘটনায় কড়া নজর হাই কোর্টের। দুই শিক্ষককে থানায় হাজিরার নির্দেশ, তবে কোনও কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা পুলিশের ওপর।

author-image
Debapriya Sarkar
New Update
bikash bhawab

নিজস্ব সংবাদদাতা : বিকাশ ভবনের সামনে শিক্ষকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনার মাঝে আজ বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে হতে চলেছে গুরুত্বপূর্ণ শুনানি। এই ঘটনায় তদন্তে সহযোগিতা করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

kolkata high court

হাই কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, বিক্ষোভে জড়িত দুই শিক্ষককে এ দিন সকালে হাজিরা দিতে হবে বিধাননগর থানায়। তবে এই দুই শিক্ষকের বিরুদ্ধে কোনও রকম কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ—সে বিষয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়াও, মামলার প্রেক্ষিতে পুলিশের কাছে কেস ডায়েরি তলব করেছে হাই কোর্ট। কেন এই বিক্ষোভ, কীভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পুলিশের ভূমিকা কী ছিল—এসবই খতিয়ে দেখতে চাইছে আদালত। এই মামলার পরবর্তী শুনানিতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে শিক্ষা মহল।