বিকাশ ভবনে চলছে অবস্থান, চাকরিহারারা নিজেদের দাবিতে অনড়

'ধিক্কার দিবস' পালন করেন আন্দোলনকারীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bikash bhawab

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিধাননগরে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে এবার পালটা প্রতিবাদে নামছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। শনিবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি। শুধু চাকরিহারাই নয়, তাঁদের পাশে হাঁটবে স্কুল পড়ুয়ারাও, জানানো হয়েছে আয়োজকদের তরফে। বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে নৈতিক সমর্থন জানাবে ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচির সময় চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং লাঠিচার্জ নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ অবস্থানের মধ্যেই পুলিশ ‘আক্রমণাত্মকভাবে’ আঘাত হানে। শুক্রবার সেই ঘটনার প্রতিবাদে 'ধিক্কার দিবস' পালন করেন আন্দোলনকারীরা।

teachers protest police lathicharge

পুলিশের দাবি, আন্দোলনকারীদের প্রতি ৭ ঘণ্টা ধরে সংযম বজায় রাখা হয়েছিল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বাধ্য হয়ে ‘নিয়ম মেনেই’ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবু সেই যুক্তিতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। চাকরিহারাদের একজন ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, লাঠিচার্জের নির্দেশ কে দিলেন, তা জানাতে হবে। বিধাননগরের পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট তলব করা হোক। কারণ, এসএসসি সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেই অবস্থায় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এই পদক্ষেপ আইনবিরোধী।

শনিবারের মিছিল ও ছাত্রছাত্রীদের সমর্থন-জড়িত কর্মসূচিকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। আন্দোলনকারীরা জানিয়েছেন, যতক্ষণ না রাজ্য সরকার যোগ্যদের তালিকা প্রকাশ করছে ও নতুন পরীক্ষা বন্ধ রাখছে, ততক্ষণ তাঁরা পিছু হটবেন না।