/anm-bengali/media/media_files/2025/05/15/EsqJMthU8uPeaTyjETcX.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: হকের দাবিতে দীর্ঘদিনের আন্দোলন, অনশন আর ধৈর্যের বাঁধ ভেঙে এবার বিকাশভবনের গেট ভাঙলেন চাকরিহারারা। আধ ঘণ্টার চেষ্টায় কলকাতা পুলিশের সমস্ত প্রস্তুতির ঊর্ধ্বে উঠে বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা লোহার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
বিকাশভবনের সামনে শুরুতেই মোতায়েন ছিল বিধাননগর পুলিশ। জলকামান থেকে কাঁদানে গ্যাস — সবরকম প্রস্তুতি ছিল পুলিশের। কিন্তু আন্দোলনকারীদের জেদ আর বিক্ষোভ ঠেকানো গেল না। ব্যারিকেড, বাধা কিছুই রুখতে পারেনি তাঁদের।
/anm-bengali/media/post_attachments/72d5793f-bfb.png)
চাকরিহারাদের অভিযোগ, “ভাতা নয়, চাই যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরত। রিভিউ পিটিশন নিয়ে রাজ্য কোনও স্বচ্ছতা দেখায়নি। যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি”। এই সকল দাবিতেই আচার্য সদনের বিরুদ্ধে এদিন সরব হন আন্দোলনকারীরা।
এক আন্দোলনকারী স্পষ্ট হুঁশিয়ারি দেন, “এটা কিছুই নয়, নবান্নর ১৪ তলার গেট ভাঙব আমরা!”
প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা চলেছে। পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন। তবে আন্দোলনকারীদের বক্তব্য, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি এতদিন। এখন শুধু ন্যায়ের দাবিতে শেষ পদক্ষেপ নিচ্ছিল”। এই প্রসঙ্গে রাজ্য সরকারের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে বিকাশভবনের ভিতরে ঢুকে বিক্ষোভের ঘটনায় প্রশাসনের চাপে পড়ার আশঙ্কা স্পষ্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us