বিকাশ ভবনের ধর্নার ১৩ দিন পার, কি করবে এবার চাকরিহারারা?

আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bikash bhawab

File Picture

নিজস্ব সংবাদদাতা: চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্না আজ পা দিল ১৩ দিনে, কিন্তু আন্দোলন থামেনি। বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চাকরিহারারা জানিয়েছেন, আজ (সোমবার) ও আগামী বুধবার তাঁদের বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা।

teachers protest police lathicharge

যেদিন চাকরিহারাদের উপর লাঠিচার্জ করে পুলিশ, সেই দিনই রক্তাক্ত হন একাধিক আন্দোলনকারী শিক্ষক। অনেকের পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। কিন্তু আশ্চর্যের বিষয়, আঘাত পাওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধেই এবার পুলিশ দায় চাপিয়েছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, কর্তব্যরত কর্মীদের কাজে বাধা, হুমকি ও মারধরের অভিযোগে মামলা করেছে। তবে এই সবকিছুর পরেও আন্দোলন থামাতে রাজি নন চাকরিহারারা। তারা জানেন তারা তাঁদের হকের দাবিতে এই প্রতিবাদ করছেন, তাই কোনও কিছুকেই বাদ দেওয়া হবে না।