File Picture
নিজস্ব সংবাদদাতা: চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্না আজ পা দিল ১৩ দিনে, কিন্তু আন্দোলন থামেনি। বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চাকরিহারারা জানিয়েছেন, আজ (সোমবার) ও আগামী বুধবার তাঁদের বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা।
/anm-bengali/media/media_files/2025/05/16/ZCeVPJ4TIGpN9YjQIzL3.jpg)
যেদিন চাকরিহারাদের উপর লাঠিচার্জ করে পুলিশ, সেই দিনই রক্তাক্ত হন একাধিক আন্দোলনকারী শিক্ষক। অনেকের পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। কিন্তু আশ্চর্যের বিষয়, আঘাত পাওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধেই এবার পুলিশ দায় চাপিয়েছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, কর্তব্যরত কর্মীদের কাজে বাধা, হুমকি ও মারধরের অভিযোগে মামলা করেছে। তবে এই সবকিছুর পরেও আন্দোলন থামাতে রাজি নন চাকরিহারারা। তারা জানেন তারা তাঁদের হকের দাবিতে এই প্রতিবাদ করছেন, তাই কোনও কিছুকেই বাদ দেওয়া হবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us