সূর্যের ঘর পরিবর্তনের ফল! অর্থ থেকে প্রেম, দাম্পত্য, সাফল্য আসবে চারিদিক থেকে! ভরে যাবে এই ৩ রাশি

এদের ভাগ্য চমকাবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
astro1

নিজস্ব সংবাদদাতা: ১৭ অক্টোবর, সূর্য তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সসময়টা হল সকাল ৭:৫২ মিনিট। এই ৩ টি রাশির জন্য সূর্য ট্রানজিটের প্রভাব অত্যন্ত শুভ বলে দাবি করা হয়। আসুন জেনে নেওয়া যাক সেই ৩ রাশি সম্পর্কে৷

কুম্ভ: এই রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের যাত্রা শুভ হতে চলেছে। চাকরিজীবীদের জন্য সময় ভালো আসছে। কাজের দিকে বেশ অগ্রগতির সম্ভাবনা থাকবে। যারা পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন এতদিন তারা এবার সুখবর শুনতে পারেন। এছাড়া বেতনও বৃদ্ধি পেতে পারে এদের। দাম্পত্য জীবনের সমস্যা আর থাকবে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে মধুর হবে।

কন্যা: এই রাশির শিক্ষার্থীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা সুখবর পেয়ে যেতে পারেন এবার। যারা চাকরি খুঁজছেন তারা তাদের কাঙ্ক্ষিত কাজের জন্য এবার থেকে অফার পেতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি পেতে পারে। প্রেম জীবনে উন্নতি হওয়ার যোগ আছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকে মধুর হবে।

তুলা: এই রাশির মানুষের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে। কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। মানসিক অবস্থার উন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগলে তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এবার। পারিবারিক সম্পর্ক মজবুত হবে।