New Update
/anm-bengali/media/media_files/nKEBktf1jtrHzZFK3TDo.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এখনও পর্যন্ত নবান্ন অভিযান পুলিশকে নাজেহাল করে দিয়েছে। বিভিন্ন দিকে দফায় দফায় সংঘর্ষে রীতিমতো অবস্থা খারাপ পুলিশের। মিছিলকে ছত্রভঙ্গ করলেও বারে বারে ফিরে আসছে আন্দোলনকারীরা। দাবি তাঁদের একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর এবার শতাব্দীর এখনও পর্যন্ত সবচেয়ে বড় মিছিল আসছে নবান্ন অভিযানে। ময়দান থেকে বেরিয়ে সেই মিছিল আসছে নবান্নের দিকে। সেই মিছিলে কম করে আন্দোলনকারী রয়েছেন ১০ থেকে ২০ হাজার। প্রত্যেকের হাতে রয়েছে প্ল্যাকার্ড। তাতে লেখা ‘আমিও মেয়ের বাবা’। আর এই ভাবেই নবান্নের দিকে আসছেন এই বিরাট সংখ্যক আন্দোলনকারীরা।
/anm-bengali/media/media_files/Z0qtRPBQmFjGhlUGbmZT.png)
/anm-bengali/media/media_files/eTRvq0o2uYQxn0TSxMME.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us