KASBA GANG RAPE CASE: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গণধর্ষণ,পরে ফুটেজ প্রকাশের হুমকি ! কি হয়েছিল সেইদিন ?

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গত ২৫শে জুন কসবার একটি ল' কলেজে এক ছাত্রীকে গণধর্ষণ করেন ওই কলেজের এক প্রাক্তনী ও দুই পড়ুয়া। এরপর অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, ও কলেজের বাকি দুই পড়ুয়া জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। কি হয়েছিল সেইদিন ? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ওইদিনকার সমস্ত ঘটনার বর্ণনা দেন অভিযোগকারিণী। সূত্র মতে ওই অভিযোগকারিণী জানান,''ওইদিন ফর্ম ফিল আপের জন্য কলেজে এসেছিলাম। বিকেলে কাজ শেষ করে বাড়ি ফেরার সময়, অভিযুক্তদের তরফ থেকে কিছুক্ষন অপেক্ষা করতে বলা হয়। এরপর ইউনিয়ন রুমের কাছে একটি জায়গায় অভিযুক্তদের তরফ থেকে কুপ্রস্তাব দেওয়া হয়।'' মূলত ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায়, এরপর নির্যাতিতাকে জোর করে বাথরুম সংলগ্ন একটি ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর ওই ঘরেই তার ওপর নির্যাতন শুরু করে মনোজিৎ।

download - 2025-06-27T152903.050
MONOJIT MISHRA

ওইসময় বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয় জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়। পুরো ঘটনার ভিডিও ফুটেজ করে রাখে মনোজিৎ। এরপর ওই নির্যাতিতাকে হুমকি দেওয়া হয় যে এই ঘটনার কথা পুলিশে জানানোর চেষ্টা করা হলে, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেবে মনোজিৎ ও তার দুই গুনধর বন্ধু। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। শাসক দলের বিরুদ্ধে ইতিমধ্যেই পথে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই তিন অভিযুক্তের চরম শাস্তির দাবি নিয়ে উত্তাল হচ্ছে শহর কলকাতা।