IIM JOKA RAPE CASE : আইআইএম (IIM) ধর্ষণ কাণ্ডে বড় খবর ! অভিযুক্তকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

আইআইএম (IIM) ধর্ষণ কাণ্ডে নয়া মোড়।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার কলকাতার আইআইএম (IIM) কলেজে ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মহাবীর টোপ্পন্নভার ওরফে পরমানন্দ জৈনকে,আগামী ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। তিনিই এই মামলার মূল অভিযুক্ত হিসেবে ধরা পড়েছেন এবং পুলিশ এখন তাঁকে এই বিষয়েই জিজ্ঞাসাবাদ করছে। মূলত তদন্তের স্বার্থেই আদালত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

Rape