BREAKING: যানজট! তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই নিয়ে এবার বড় আপডেট

তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বিচারপতির বড় নির্দেশ। জেনে নিন এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে কোনও যানজট হবে না, নির্দেশ বিচারপতির। ২১ জুলাই এর আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান। কতদিন এসব চলবে? প্রশ্ন রাজ্যের। ছুটি ঘোষণা করুন, মানুষ কতদিন সহ্য করবেন? প্রশ্ন বিচারপতির। দুর্গাপুজো, ব্রিগেডের সভা, রানী রাসমণিতে যখন কোনও কর্মসূচি হয় তখনও যানজট হয়, সওয়াল রাজ্যের। মামলাকারীরা পুলিশকে চিঠি দিয়ে যানজটের আশঙ্কা প্রকাশ করেছে, তিনি কেন উত্তর দেননি? প্রশ্ন বিচারপতির। রাজ্য আগে একবার এই অবস্থান নিয়েছে যে ওই এলাকায় কর্মসূচি করলে যানজট হবে, সওয়াল মামলাকারীর। মানুষের অসুবিধা হবে,"আমি এখন এই কর্মসূচিতে হাত দিচ্ছি না, হলফনামার আদান প্রদান করে সম্পূর্ণ শুনানি হবে", মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই অনুষ্ঠান তো ২০১১ সালে ব্রিগেডে হয়েছে, মন্তব্য বিচারপতির। রাজ্য নির্দিষ্ট করে একটা জায়গা ঠিক করে রাখুক যেখানে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি হবে। তৃণমূল কংগ্রেসকেও মুচলেকা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে সভা, ব্রিগেড শহীদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও করবে, পর্যবেক্ষণ আদালতের। যদি কোনও প্যান্ডেল রাস্তার মাঝে অনুমতি না নিয়ে করা হয় সেটা সরানোর অবস্থায় কি প্রশাসন আছে? প্রশ্ন বিচারপতির। সকাল ১১ টা পর্যন্ত মানুষের অফিস যেতে যাতে কোনোরকম অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে, পর্যবেক্ষণ আদালতের।

calcutta high court