BREAKING: বিদেশি ডিগ্রি বিতর্কে এবার শান্তনু সেনকে নিয়ে বড় আপডেট!

জানুন এই আপডেট সম্পর্কে বিস্তারিত।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: বিদেশি ডিগ্রি বিতর্কে স্বস্তি শান্তনু সেনের। হাইকোর্টে খারিজ রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ। মামলাকারীকে আবার শুনানির সুযোগ দিতে হবে। তাকে তার বক্তব্য বলার জায়গা দিতে হবে, নির্দেশ দিল হাই কোর্ট। অভিযোগ, কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই বিদেশি ডিগ্রি ব্যবহার করেন শান্তনু সেন। অভিযোগের শুনানি শেষ হওয়ার পরে তার রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় কাউন্সিল। কি অভিযোগ সেটা জানানো হয়নি মামলাকারীকে, বলল হাই কোর্ট। কি কারণে সাসপেন্ড সেটাও উল্লেখ নেই। লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে। কি কারণে কাউন্সিল স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নিল সেটাও জানাতে হবে মামলাকারীকে।

Trinamul Congress | Realtor extort slur on TMC MP, councillor - Telegraph  India