New Update
/anm-bengali/media/media_files/KUKMGL2ZNfYSrtJrrm23.jpg)
নিজস্ব সংবাদদাতা: কোটি টাকা খরচ করে এলইডি আলো লাগানোর অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন এগরার সাব ডিভিশনাল অফিসার। বুধবার সেই মামলার শুনানি ছিল। শুনানিতে মামলা খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি আবার এগরার সাব ডিভিশনাল অফিসারকে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন তিনি। একদিক থেকে এটাকে রাজ্য প্রশাসনের হার বলেই দাবি করছে বিশেষজ্ঞরা।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us