পঞ্চায়েত ভোট: প্রচন্ড রেগে গেলেন বিচারপতি অমৃতা সিনহা

পঞ্চায়েত ভোট নিয়ে ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। ভোট সংক্রান্ত মামলা নিয়ে কঠোর পর্যবেক্ষণ তাঁর। রেখেছেন কিছু প্রশ্নও।

author-image
Anusmita Bhattacharya
New Update
amrita

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বাংলার পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলা নিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তিনি। বিস্তারিত কোনও তথ্য ছাড়াই পিটিশন দাখিল করা নিয়ে রেগে যান বিচারপতি অমৃতা সিনহা। এক আইনজীবীকে প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতি প্রশ্ন করেন যে পিটিশন দাখিল করা নিয়ে এত তাড়াহুড়োর কী আছে? বিস্তারিত বিবরণের উপর ফোকাস না করায় ক্ষুব্ধ তিনি। তাঁর অভিযোগ, শুনানি শুরু হল তখন দেখা যাচ্ছে ডিটেলস কিচ্ছু নেই। এই ধরনের বিষয়গুলি নিয়ে আদালত কীভাবে এগোবে? 

এখানেই শেষ নয়, বিচারপতিদের বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়। আইনজীবীকে সতর্ক করে আদালত বলে যে ভবিষ্যতে যদি এই ধরনের পিটিশন দাখিল করা হয় তবে তাঁকেই বড় দৃষ্টান্তমূলক মাশুল গুনতে হবে।