গরুকে বাছুর হিসেবে নিলাম, গরুপ্রতি আয় ৫০০ টাকা! CBI নজরে কারা?

গরু পাচার মামলায় এরই মধ্যে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এর মধ্যেই আবার এই তদন্ত নতুন দিকে মোড় নিল। সিবিআই আরো দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

New Update
cow1

নিজস্ব সংবাদদাতা: গরুপাচার মামলায় BSF-এর পর এবার কাস্টমস অফিসারদের জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত তিন দিনে শুল্ক দফতরের ২ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আগামী সপ্তাহে আরও দুই কাস্টমস অফিসারকে তলব করেছে CBI। কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে যে গরুপাচারে শুল্ক দফতরের আধিকারিকদের একাংশের প্রত্যক্ষ যোগ ছিল। তাঁদের যোগসাজশেই বাংলাদেশে গরু পাচার করা হত।

এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ শুল্ক দফতরের দুই আধিকারিককে CBI জিজ্ঞাসাবাদ করল। জানা গিয়েছে যে গরুপাচারের টাকা সরাসরি যেত এই আধিকারিকদের কাছে। তাঁদের যোগসাজশেই ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হত। গোয়েন্দারা বলছে যে কিছু গরুকে বাছুর হিসেবে দেখিয়ে বাজেয়াপ্ত করে নিলাম করে দেওয়ার ব্যবস্থা করতেন শুল্ক দফতরের আধিকারিকদের মধ্যে থেকে কেউ কেউ। এর জন্য গরু পিছু ওই আধিকারিকদের ৫০০ টাকা করে দিতেন এনামুল হক। এমনকি, নিলাম ওঠা গরুর দামের ১০ শতাংশ টাকা যেত তাঁদের কাছে।