BREAKING: গভর্নিং বডির সুপারিশেই কলেজে অস্থায়ী চাকরি করতেন শাসক ঘনিষ্ট মনোজিৎ ? কসবা কাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কসবা কাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার কসবা গণধর্ষণ কাণ্ডে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর ছাত্র। এই ঘটনার মূল অভিযুক্ত এবং ওই কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্র, আসলে ওই কলেজেরই একজন অস্থায়ী কর্মী। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ওই কলেজেরই গভর্নিং বডির সুপারিশে,কলেজে অস্থায়ী কর্মীর চাকরি পেয়েছিলেন মনোজিৎ। এর আগেও মনোজিৎ-এর শাসক ঘনিষ্ঠ হওয়ার একাধিক প্রমান পাওয়া গেছে। ওই ল' কলেজের দেওয়ালেও 'মনোজিৎ দাদা আমাদের হৃদয়ে' এরকম বহু স্লোগান লেখা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এছাড়াও তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাদের সাথেও বহু ছবি রয়েছে মনোজিৎ মিশ্রের। তাহলে কি শাসক ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই কলেজে অবাধ যাতায়াত ও একচ্ছত্র আধিপত্য ছিল মনোজিৎ মিশ্রের ? প্রশ্ন উঠছে বিশ্লেষক মহলে।