New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার কসবার ল' কলেজে, এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে, প্রতিটি পদে পদেই নতুন নতুন রহস্যের মুখোমুখি হচ্ছে পুলিশ প্রশাসন। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী গত ২৫ জুন সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে ৮.৫০ মিনিটের মধ্যে তার সাথেই এই কুকর্ম করেছিলেন ওই কলেজের দুই পড়ুয়া ও মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত এক প্রাক্তন ছাত্র। কিন্তু এখন যে বিষয়গুলি নিয়ে পুলিশ কাঁটাছেড়া করছে সেই বিষয়গুলি হল ১. কেন ওইসময় কলেজের এক প্রাক্তন ছাত্র কলেজে উপস্থিত ছিলেন ? ২. ওইসময় কি প্রিন্সিপ্যাল নিজে কলেজে উপস্থিত ছিলেন ? ৩. কিভাবে কলেজে অবাধ যাতায়াত ছিল কলেজের ওই প্রাক্তনীর ? ৪. ঘটনার সময় কোথায় ছিলেন কলেজের নিরাপত্তারক্ষীরা ? প্রশ্ন উঠছে অনেক, উত্তর খোঁজার চেষ্টায় পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000061381.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us