পুজোর মুখে ইলিশ প্রেমীদের স্বপ্ন ভেঙে চুরমার, সব শেষ

আপনিও কি ইলিশ মাছ খেতে পছন্দ করেন?

author-image
SWETA MITRA
New Update
hilsaaaaaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইলিশ প্রেমীদের জন্য খুবই খারাপ খবর অপেক্ষা করছে। কেন জানেন? ঢাকার 'মাছ ধরা নিষিদ্ধ' থাকায় বাংলাদেশ সরকার ব্যবসায়ীদের প্রায় চার হাজার মেট্রিক টন ইলিশ বিক্রির অনুমতি দিলেও ভারতে ইলিশ আমদানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, আগামী ১২ অক্টোবর থেকে সেখানে 'মাছ ধরার নিষেধাজ্ঞা' কার্যকর হওয়ায় প্রতিবেশী দেশ ১,০০০ মেট্রিক টনের বেশি পদ্মার ইলিশ রফতানি করবে না। দুর্গাপুজোর আগে সমিতির অনুরোধ পাওয়ার পর বাংলাদেশ সরকার ইলিশ রফতানির অনুমতি দেয়।

 

তবে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ওই দিনই মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছেন মৎস্য আমদানিকারক সমিতির সচিব সৈয়দ আনোয়ার মাকসুদ। মৎস্য আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, 'গত বছরও এমন ঘটনা ঘটেছে।  যখন তারা আমাদের ২৯০০ মেট্রিক টন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আমরা আমদানি করতে পেরেছি মাত্র ১৩০০ মেট্রিক টন। গত ২ নভেম্বর মাছ ধরার নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর মাছ আমদানির অনুমতি দিতে আমরা বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও উপ-হাইকমিশনকে চিঠি দিয়েছি। শুক্রবার সীমান্ত বন্ধ ছিল এবং শনিবার ৫০ মেট্রিক টন ইলিশ ভারতীয় উপকূলে পৌঁছেছে।‘