বাংলায় কর্ণাটক! বড় সিদ্ধান্ত কংগ্রেসের

বড় সিদ্ধান্ত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পালাবদলকে হাতিয়ার করে বাংলায় শক্তি বৃদ্ধি করতে চাইছে কংগ্রেস।

author-image
Pallabi Sanyal
19 May 2023
adhir

নিজস্ব সংবাদদাতা  : এ রাজ্যে সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের জয় নতুন করে অক্সিজেন জুগিয়েছে হাত শিবিরকে। সদ্য কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। তার পর থেকে জেলায় জেলায় যেন শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। এর মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পালাবদলকে হাতিয়ার করে বাংলায় শক্তি বৃদ্ধি করতে চাইছে কংগ্রেস। আগামী ১৫ জুন কংগ্রেসের জেলা সভাপতিদের নিয়ে শহীদ মিনারে বিনা জোটে সভা করার ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।  কংগ্রেসের একক সভা কতটা ছাপ ফেলতে চলেছে বাংলার রাজনীতিতে সেটাই এখন দেখার।