নিজস্ব সংবাদদাতা: ভুয়া ভোটার ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/7a6dcabb-ac3.png)
তিনি বলেছেন, "আমি খুশি যে আমি যে বিষয়টি উত্থাপন করেছি তা কংগ্রেসও গ্রহণ করেছে। ভোটার তালিকা নিয়ে একটি গুরুতর সমস্যা রয়েছে এবং এটি নিয়ে কাজ করা উচিত।" বর্তমানে এই ইস্যুতে উত্তাল হচ্ছে সংসদ।
/anm-bengali/media/post_attachments/ffbdf735-fa9.png)