সাইকেল চুরির একটি চক্রের পর্দাফাঁস

কে ধরল মূল চক্রীকে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-29 at 5.57.40 PM

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: এলাকা থেকে একের পর এক সাইকেল চুরির অভিযোগ জমা হচ্ছিল থানায়। তেমনই দায়ের হওয়া একটি চুরির মামলার তদন্ত নেমে সাইকেল চুরির একটি চক্রের পর্দাফাঁস করল রাজারহাট থানার পুলিশ। অভিযানে নেমে ভাঙ্গড় ও হাড়োয়া এলাকা থেকে ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে চুরি হওয়া ২১টি সাইকেল। 

পুলিশ জানিয়েছে, ধৃতরা হল আনারুল জমাদার, খোকন সরদার ও মোহাম্মদ ইয়াসিন আলী। প্রথম ২ জন মূলত চুরির কার্যকলাপ চালাত। এর পর তারাই চুরির সাইকেল ইয়াসিনের কাছে বিক্রি করত বলে তদন্তে জেনেছে পুলিশ। অভিযুক্তদেরকে আজ বারাসাত আদালতে তোলা হয়েছে।

Screenshot 2025-07-29 163847