New Update
/anm-bengali/media/media_files/g6FSmStmOv9uFX6pfGUz.jpg)
নিজস্ব সংবাদদাতা : কোজাগরী লক্ষ্মী পুজো। এই পুজো সারা রাজ্যবাসী করে থাকেন পরিবারের মঙ্গল এবং ধনসমৃদ্ধির উদ্দেশ্যে। এই লক্ষ্মীপুজো করলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষও। কলকাতার নাকতলার বাড়িতে নিজের বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন বিজেপি নেত্রী। পুরোহিত ডেকে সাড়ম্বরে এই পুজো করলেন তিনি। নিমন্ত্রিত ছিলেন অনেক অতিথিও। নিজের হাতে সকাল থেকে ভোগ বানিয়েছেন । মায়ের কাছে ভারতী ঘোষের প্রার্থনা, পশ্চিমবাংলার মানুষ বর্তমানে যে বঞ্চনার শিকার হয়েছে তার হাত থেকে যেন মুক্তি পায় ।
/anm-bengali/media/post_attachments/zpGTXcpqMlFKBN5h9GNm.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us