New Update
/anm-bengali/media/media_files/C3S4i7S6sztMiy7D8XQ0.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আর জি করে তরুণী ডাক্তারের হত্যা কাণ্ডে এবার এক বিস্ফোরক দাবী করেছেন ওই তরুণীর বাবা। তিনি দাবি করেন যে, তার মেয়েকে মারতে সুপারি দেওয়া হয়েছিল। এই কথায় চাঞ্চল্য আরও বেড়েছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/08/Large-image-R-G-Kar-death.jpg)
তরুণীর বাবা জানিয়েছেন যে, ' মেয়ের ওপর যথেষ্ট চাপ ছিল। টানা ৩৬ ঘন্টা ডিউটি করতে হতো। হাসপাতালে কাজ করতে গিয়ে সিনিয়ার ডাক্তাররা ঠিকমতো কাজ করতে দিত না তাকে। তাদের মেয়েকে কেউ খুন করার জন্য সুপারি দিতে পারে। '
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
তরুণীর মা জানিয়েছেন যে, ' যা কিছু গোলমাল ছিল তা ওই চেস্ট ডিপার্টমেন্টে। ' তিনি আরও বলেন যে, ' হাসপাতালের সহকারি সুপার আমাদের বলেছিল আমাদের মেয়ে আত্মহত্যা করেছে। '
/anm-bengali/media/post_attachments/dca4d2e8-413.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, লালবাজার থানার পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত করছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us