New Update
/anm-bengali/media/media_files/D12C44Xi0E1YwMK8VB5U.jpg)
নিজস্ব সংবাদদাতা : জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক সহ প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলও। প্রতিবারের মতোই সেরার সেরাদের দেওয়া হবে সম্বোর্ধনা। রাজ্যের তরফে প্রস্তুতিও সারা হয়েছে। আগামী ১ জুন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ, মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতীদের সম্বোর্ধনা জানানো হবে রাজ্য সরকারের তরফে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে হবে সম্বোর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। ৬ই জুন ধনধান্য স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদল হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us