/anm-bengali/media/media_files/2025/08/08/whatsapp-image-2025-08-08-at-144014-2025-08-08-14-55-03.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় নতুন করে উদ্বেগের স্রোত বইছে। সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহে বাংলা ছবির জায়গা ক্রমশ কমে যাচ্ছে, বিশেষত বড় বাজেটের হিন্দি ছবির মুক্তির সময়। এই পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নন্দনে জরুরি বৈঠকে মিলিত হলেন টলিউডের তারকা, পরিচালক, প্রযোজক ও ডিস্ট্রিবিউটাররা।
সম্প্রতি অভিনেতা-সাংসদ দেব-এর নতুন ছবি ধূমকেতু মুক্তি পেতে চলেছে, আর একই সময় মুক্তি পাচ্ছে ‘ওয়ার ২’। অভিযোগ, ওয়ার ২–এর ডিস্ট্রিবিউটররা সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহে প্রতিটি শো এই ছবিকেই দেওয়ার শর্ত চাপাচ্ছেন। ফলে বাংলা ছবির শো কার্যত বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই সমস্যা নিয়ে ৬ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে চিঠি পাঠান প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, দেব, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিশপাল সিং রানে, পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার এই বৈঠক হয়।
/anm-bengali/media/post_attachments/1383d7f8-f1a.png)
৭ অগস্টের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা-সাংসদ দেব, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ টলিপাড়ার একাধিক প্রথম সারির শিল্পী।
দেব বলেন, "বৈঠকে আলোচনা হয়েছে বাংলা ছবিকে প্রাইমটাইম দিতে হবে এবং প্রতিটি প্রেক্ষাগৃহে অন্তত ৫০ শতাংশ শো বাংলা ছবির জন্য রাখতে হবে। মাল্টিপ্লেক্সে সমস্যা হয় না, কিন্তু সিঙ্গল স্ক্রিনে ভারসাম্য জরুরি"।
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “অরূপদা বিষয়টি দেখছেন। সমাধানের দিকে অনেকটাই এগোনো গিয়েছে, আমরা সকলে একমত হয়ে সেই পথেই এগোচ্ছি"।
বৈঠক থেকে বেরিয়ে শিল্পীদের মুখে স্বস্তির সুর শোনা গেলেও, চূড়ান্ত সমাধান কার্যকর হবে কিনা তা এখনই বলা কঠিন। তবে নন্দনের বৈঠক স্পষ্ট করে দিল—বাংলা সিনেমার জন্য লড়াইয়ে শিল্পীরা এখনও একজোটই রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us