নিজস্ব সংবাদদাতা: আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলেই জানা গেছে। তবে দার্জিলিং-কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শীতের আমেজ রাতে ও ভোরে একইরকম থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভব করা যাবে। উইকএন্ডে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের ২০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষ দিকে, বিশেষত শুক্রবারের পরে পারদ নামার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রায় আস্তে আস্তে কমবে। কলকাতায় সকাল-সন্ধে শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা বিরাজ করবে। বাতাসে ৯০ শতাংশের বেশি জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তিও অনুভব করতে পারেন। এবার শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)