ধেয়ে আসছে কালবৈশাখী! ঝড়-বৃষ্টিতে কাঁপবে বাংলা, সতর্ক থাকুন

পশ্চিমবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একাধিক জেলায় বইবে কালবৈশাখী, বাড়বে অস্বস্তিও।

author-image
Debapriya Sarkar
New Update
১১১

নিজস্ব সংবাদদাতা : চৈত্রের গরমে হাঁসফাঁস অবস্থা! কিন্তু স্বস্তি আনার জন্য এবার দরজায় কড়া নাড়ছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া।

শুক্রবারও রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, থাকছে বজ্রপাতের আশঙ্কাও

আজ যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল—কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগর থেকে ভেসে আসছে প্রচুর জলীয় বাষ্প। সেই কারণে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

আজই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে এইসব জেলাগুলিতে। সপ্তাহন্ত পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে মালদা ও দুই দিনাজপুরে। জলপাইগুড়িতেও মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া।

ছাতা সঙ্গে আছে তো? বৃহস্পতিবার থেকেই কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের মতে, এই বৃষ্টিপাত সত্ত্বেও বাতাসে আদ্রতার কারণে অস্বস্তি আরও বাড়বে। এপ্রিলের মাঝামাঝি থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় গরম থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি।