/anm-bengali/media/media_files/DHX7ZEgCvqKKXwWMEmGC.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির দাপট কমেছে বাংলায়। হালকা শীতের আমেজ দেখা যাচ্ছে এবার। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। পুরুলিয়া জেলাতেও হালকা ঠাণ্ডা দেখা যাচ্ছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই কোনও জেলায়। নভেম্বর মাসেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে জেলায় এমনটাই জানা গেছে এবার। বরাবরই পুরুলিয়তে তীব্র ঠাণ্ডা পড়ে। এ-বছরও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতাসহ দুই বঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কমবে আগামী ১ থেকে ২ দিনের মধ্যে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে আগামী তিন থেকে চার দিনের মধ্যে। উত্তরে জেলা গুলিতে ইতিমধ্যে ঠান্ডার আমেজ এখনই ভালো উপভোগ করা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বেশ ভাল ঠান্ডা পড়েছে। ধীরে ধীরে জাঁকিয়ে বসছে ঠান্ডা। উত্তরবঙ্গের তাপমাত্রা আপাতত এমনই থাকবে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us