/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বছর ঘুরলেই রাজ্যে ভোট। তার আগে ভোটার সমীক্ষা ও প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই গত ২৭ অগস্ট রাজ্যের সকল জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত AERO ও ERO নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য।
উল্লেখ্য, এই দায়িত্বপ্রাপ্তরা সাধারণত রাজ্যের সরকারি কর্মচারী—বিশেষ করে WBCS এক্সিকিউটিভ বা সমমানের পদমর্যাদার কর্মচারী। তাঁদের মধ্য থেকেই বাছাই করে জেলা শাসকরা নামের তালিকা পাঠান। এরপর সেই তালিকা পৌঁছয় মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/uja8LRERQrJGvJHTmLWh.jpg)
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে—শুধু নিয়োগই নয়, ভোটার তালিকায় যদি ইচ্ছাকৃত গরমিল ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট AERO, ERO-সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
আজ, শুক্রবার বিকেল ৫টার মধ্যে নিয়োগ ও প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন। একই দিনে রয়েছে কমিশনের সর্বদলীয় বৈঠক। সেখানে শাসক ও বিরোধী প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই হাজির থাকবেন। আলোচনার মূল বিষয় হবে ভোটার সমীক্ষা, প্রস্তুতি ও ভোট পরিচালনার স্বচ্ছতা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us