New Update
/anm-bengali/media/media_files/4elL6xo8QDS1TnUGT8Yj.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বঙ্গে বৃষ্টি আর কতদিন ধরে চলবে? এবার শীত আসবে কি? পশ্চিমবঙ্গবাসীর মনে এখন এই দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার আলিপুর হাওয়া অফিস জানাল যে দুর্যোগের মেঘ কাটছে পশ্চিমবঙ্গের আকাশ থেকে। আগামী পাঁচ দিনে কলকাতাসহ দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টি হবে না। খুব বেশি হলে আর ২৪ ঘণ্টা মেঘলা আকাশ থাকবে। তারপর পরিষ্কার হয়ে যাবে আকাশ। এদিকে দার্জিলিং ছাড়া পাহাড়ে আর কোথাও বৃষ্টি হবে না বলে জানা গেছে। দার্জিলিংয়ে আগামীকাল হালকা তুষারপাত হতে পারে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us