New Update
/anm-bengali/media/media_files/LV5SUQZxKV4veVD58or1.jpg)
নিজস্ব সংবাদদাতা: কাল থেকে বৃষ্টি শুরু হবে বাংলায়। খুব বড় ভারী বৃষ্টি হবে না৷ মূলত হালকা আর কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা বেশি বুধ ও বৃহস্পতিবার। আকাশ মেঘলা থাকবে, আরও তাপমাত্রা বাড়বে। অসময়ের এই বৃষ্টিতে শীতকালীন সবজি চাষের ক্ষতির আশঙ্কা আছে। ক্ষতি হতে পারে সরষে ও ধান-সহ অন্যান্য শস্যেরও।
মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে উচ্চচাপ বলয়। বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ায় ভর করে জলীয় বাষ্প আসবে বাংলায়। অন্য দিকে, ঝাড়খণ্ডে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এই দু’য়ের প্রভাবে বৃষ্টি হবে বাংলায়। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় আগামিকাল বৃষ্টির সম্ভাবনা। বুধবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
/anm-bengali/media/media_files/CaiLsQeC7ElyRVY9G3ev.jpeg)
/anm-bengali/media/media_files/hTOkVrHTHlVK0FPPXvoz.jpeg)
/anm-bengali/media/media_files/fkjKcRwCXKLdi7QuHXTw.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us