New Update
/anm-bengali/media/media_files/SoS5PlFVndLHH8wrdt9b.jpg)
নিজস্ব সংবাদদাতা: 'লোকসভা ভোটের আগে বাংলায় চালু হোক রাষ্ট্রপতি শাসন এমনটাই চাইছে তৃণমূল। তাহলে ভোটে একটা সুড়সুড়ি দেওয়া যাবে। নাহলে সকালে আক্রমণের পর বিকেলে আবার হতো না', সন্দেশখালির পর বনগাঁয় ইডিকে আক্রমণের ঘটনায় এবার বিস্ফোরক দাবি করলেন আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বললেন, 'বিজেপিকে চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us