৩৫ টাকা বেড়ে গেল দাম! আর খেতেই পারবে না মধ্যবিত্ত

কিসের দাম বেড়ে গেল ৩৫ টাকা?

New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: একদিকে যেমন হুহু করে বেড়ে চলেছে গরম তেমনই পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম। কলকাতার বিভিন্ন বাজারে এই মুহূর্তে চন্দ্রমুখী আলুর দাম পৌঁছেছে ৩৫ টাকা প্রতি কিলোতে। দুই প্রকারের জ্যোতি আলুর একটার দাম ৩০ টাকা আর আরেকটার দাম ২৮ টাকা। কিন্তু কেন এই অবস্থা? 

potatoes-1594205506

এই নিয়ে ব্যবসায়ীরা মুখ খুললেন। তাদের দাবি, প্রচন্ড গরমে আলুগুলো কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে। আমদানি কম হচ্ছে। বেড়ে যাচ্ছে দাম। বিশেষজ্ঞরা দাবি করছেন যে আলুর ফলন কম হয়েছে। ফলে চাহিদা থাকলেও যোগান দেওয়া যাচ্ছে না।

potato

Add 1