/anm-bengali/media/media_files/1oW9VXV9mDCBX8yU1mxe.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃরাজ্যে পঞ্চায়েত ভোটের গণনা পর্বের মধ্য়ে রাজভবন থেকে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচনের সময়ে রাজ্যে যেভাবে অশান্তি ও রক্তারক্তির অভিযোগ উঠে এসেছে, তা দেখে অত্যন্ত ব্যথিত বাংলার সাংবিধানিক প্রধান। রাজ্যপালের কথায়, এই নির্বাচন আমাদের অনেক কিছু শিখিয়ে দিল। রাজভবন থেকে আজ বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হল একটি বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। এখানে হিংসা বা অশান্তির কোনও স্থান নেই। নির্বাচনের ময়দান কোনও পেশিশক্তি প্রদর্শনের জায়গা হতে পারে না। বুলেটে নয়, নির্বাচনে লড়াই হয় ব্যালটে। এই উপলব্ধিটি একাংশের মধ্যে আসা প্রয়োজন।'
#WATCH | West Bengal Governor CV Ananda Bose speaks on his meeting with Union Home Minister Amit Shah in Delhi. pic.twitter.com/cO1GLobbvO
রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন, 'আজকের দিনে বাংলার অ্যাজেন্ডা হওয়া উচিত – দুই কমন শত্রুর বিরুদ্ধে লড়াই করা। প্রথম শত্রু হিংসা, দ্বিতীয় শত্রু দুর্নীতি। আজ হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করার সময় এসেছে।'
রাজ্যপালের বক্তব্য, রাজনৈতিক দলগুলোর ভিন্নতা থাকলেও নির্বাচনের পর প্রত্যেককে একসঙ্গে উন্নয়নের কাজ করা প্রয়োজন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us