বাংলাকে ডুবিয়েছে মোদি! এবার বললেন বাংলারই নেতা- বড় খবর

কি বললেন বাংলার নেতা?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
pm modi angry.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার বাংলার নেতা দেবাংশু ভট্টাচার্য বললেন, "বাংলাকে ডুবিয়েছে মোদি!" ইতিপূর্বে তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়, "প্রধানমন্ত্রী যখন তার চঞ্চল, নড়বড়ে নীতীশ-নায়ডু নির্ভর জোটের অংশীদারদের মাথায় ছাতা ধরেছেন, তখন বাংলার মানুষ বন্যার জলে পরিত্যক্ত হয়ে পড়েছে! আইসা কিয়ু, নরেন্দ্র মোদী জি?"

debangshu.jpg

সেই পোস্টকেই রিপোস্ট করে দেবাংশু লিখেছেন, "বাংলাকে ডুবিয়েছে মোদি!" উল্লেখ্য, বাংলায় বন্যার জন্য কেন্দ্রকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বন্যাকে 'ম্যান মেড' বন্যা বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। 

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . .