'কোথায় হিংসা? এতো শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি,' দাবি মমতার

ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকার। আজ বিমানবন্দরে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে হওয়া হিংসা প্রসঙ্গে অবশেষে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
mamata banerjee.jpg

নিজস্বসংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) আগে বাংলায় বারংবার হিংসার ঘটনা ঘটেছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলার বর্তমান পরিস্থিতির কথা বিচার করে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয়। এবার কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বৃহস্পতিবার বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন,বাংলারপুলিশযেকোনওরাজ্যেরপুলিশেরথেকেবেশিদক্ষ।মাত্র৪টিবুথেগণ্ডগোল দেখাদিয়েছে। এতো শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি। ত্রিপুরায় ৯৬ শতাংশ আসনে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়াই হয় না। আমাদের রাজ্যের ৭১,০০০ বুথের মধ্যে মাত্র চারটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আমাদের দু'জন নিজের লোক মারা গেছে, তবুও কেন্দ্রীয় সরকারের সমস্ত সংস্থা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।'