/anm-bengali/media/media_files/HtGpk3cBAw0dXc1A5Z1W.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইজরায়েল হামাস সংঘর্ষ (Israel Hamas Conflict) নিয়ে এবার বড় মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলা ভালো এবার তিনি বড় পদক্ষেপ নিলেন। আজ শুক্রবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা লেখেন, ‘যুদ্ধ বিধ্বস্তইজরায়েলছেড়েচলেযাচ্ছেভারতীয়/বাঙালিরাএবংআমিআমারমুখ্যসচিবএবংদিল্লিরআবাসিককমিশনারকেআমাদেরদুর্দশাগ্রস্তপ্রত্যাবর্তনকারীদেরবিনামূল্যেসম্ভাব্যসমস্তসরকারীসহায়তাদেওয়ারজন্যবলেছি।৫৩জনবাঙালিবংশোদ্ভূতআজসকালেদিল্লিপৌঁছেছেনএবংরাজ্যসরকারআমাদেরখরচেবাংলায়ফিরেযাওয়ারজন্যতাদেররেলটিকিটেরব্যবস্থাকরছে।দিল্লিরবঙ্গভবনেবিনামূল্যেট্রানজিটআবাসনএবংবিনামূল্যেস্থানীয়পরিবহনেরব্যবস্থাআমাদেরদ্বারাকরাহবে।দিল্লিওকলকাতায়২৪×৭টিকন্ট্রোলরুমখোলাহয়েছে, দিল্লিওকলকাতাবিমানবন্দরেহেল্পডেস্কস্থাপনকরাহয়েছে।আমরাআপনারসেবায় নিয়োজিতআছিএবংনিম্নলিখিতনম্বরগুলিতেসমস্তসহায়তারজন্যআমাদেরনিয়ন্ত্রণকক্ষেকলকরুন…
- বঙ্গভবন, দিল্লিতেআবাসিককমিশনারেরঅফিসেকন্ট্রোলরুম - 011-2371-0362 / 011-2372-1991
- নবান্নেকন্ট্রোলরুম - 033- 2214-3526।‘
উল্লেখ্য, ইজরায়েল-হামাস যুদ্ধের ছয় দিন পেরিয়ে গেছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই হাজার ৮০০ জনেরও বেশি মানুষ। এর মধ্যে ইসরায়েলে এক হাজার ৩০০ জন এবং গাজা উপত্যকায় দেড় হাজারের বেশি মানুষ মারা গেছেন। গাজা উপত্যকায় বিমান হামলার পর ইসরায়েলের সেনাবাহিনী এখন স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইরানের জাতিসংঘ মিশন সতর্ক করে দিয়ে বলেছে, ইজরায়েল যদি তাদের বোমাবর্ষণ বন্ধ না করে, তাহলে অন্যান্য ফ্রন্টেও যুদ্ধ শুরু হতে পারে। তবে ইরান শুরু থেকেই হামাসের সঙ্গে থাকার কথা অস্বীকার করে আসছে।
একই সঙ্গে ইজরায়েল হামাসের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাদের সমর্থকরা ১৫০ জনকে জিম্মি করেছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে এই লোকদের মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি তার অবরোধ তুলে নেবেন না। গাজা উপত্যকায় তাদের আক্রমণের পক্ষে সমর্থন জোগাড় করার প্রয়াসে, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে মৃত শিশু এবং বেসামরিক নাগরিকদের গ্রাফিক চিত্র দেখিয়েছে।
Indians/ Bengalis are leaving battle-torn Israel and I have asked my Chief Secretary and Delhi Resident Commissioner to extend all possible government assistance, free of cost, to our distressed returnees. 53 Bengal-origin returnees have already reached Delhi today morning and…
— Mamata Banerjee (@MamataOfficial) October 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us