পিত্রোদার মন্তব্য, দেশজুড়ে বিতর্কের ঝড়! বিরাট তোপ বঙ্গ বিজেপির

পিত্রোদার মন্তব্য নিয়ে তীব্র নিন্দা করল বঙ্গ বিজেপি।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ক্ল ব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ স্যাম পিত্রোদা ও রাহুল গান্ধীর মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বুধবার অর্থাৎ আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে বঙ্গ বিজেপির নেতা বলেন, "কংগ্রেস এবং তাদের শরিক দলের জোট এবার আমজনতার আর্থিক সঞ্চয়ে হাত লাগাবে। সাধারণ মানুষের সম্পত্তি কবজা করে কংগ্রেস তা বিলিয়ে দেবে।" এছাড়া, কংগ্রেসের তোষণের রাজনীতি নিয়েও তোপ দাগেন বিজেপি নেতা।

rahul gandhiir2.jpg

Sam-Pitroda-3C-0_1681139062613_1713243510042-ezgif.com-avif-to-jpg-converter.jpg

মা-বাবার মৃত্যুর পর সম্পত্তির পুরোটা পাবেন না সন্তান, একটি অংশ চলে যাবে সরকারের কাছে, দেশের কাজে। পিত্রোদার এই প্রস্তাব এবং রাহুল গান্ধীর 'সম্পত্তির সমীক্ষা' সংক্রান্ত মন্তব্য নিয়ে দেশজুড়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই প্রসঙ্গ তুলে যাদবপুরের বিজেপি প্রার্থী বলেন, "এই পরিবারবাদী দল (কংগ্রেস) দেশের সম্পত্তি লুট করে নিজেদের সাম্রাজ্য বানিয়েছে। এখন ভাবছে যে আপনার সম্পত্তি ওদের জন্মসিদ্ধ অধিকার। চাকুরিজীবীদের সন্তানের ভবিষ্যৎ লুকিয়ে আছে ফিক্স ডিপোজিটে। কংগ্রেস তারও সার্ভে করাবে এবং কবজা করে নেবে।" তিনি আরও বলেন, 'এই সমস্ত লেখা আছে কংগ্রেসের সংকল্পপত্রে।' সূত্রে খবর, বুধবার অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার অন্য নেতারাও।