New Update
নিজস্ব সংবাদদাতা: এবার বাংলার শিল্পীদের হাতেই সাজসজ্জা হচ্ছে রাম মন্দিরের। শ্রী রামের সঙ্গে বাংলার যোগ কতটা নিবিড় সেটাই আবার প্রমাণিত, দাবি করল বঙ্গ বিজেপি। জানা গেছে যে মন্দির চত্বরজুড়ে চন্দননগরের আলোকসজ্জা। মন্দির সাজাতে পাঁশকুড়া থেকে পাঠানো হচ্ছে চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুল। এছাড়াও যজ্ঞশালায় মূর্তি সজ্জায় রাত-দিন জেগে কাজ করছে কাঁথির শিল্পীরা।
বঙ্গ-শিল্পীদের হাতেই সাজছে রাম মন্দির!
— BJP West Bengal (@BJP4Bengal) January 19, 2024
আবারও প্রমাণিত, শ্রী রামের সঙ্গে বাংলার যোগ কতটা নিবিড়! #Ram#ramtemple#rammandir#ayodhyarammandirpic.twitter.com/VQZBe75Kgl
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us