জঞ্জালের চাপ বাড়ল ধাপায়

নিউটাউন, পানিহাটি, নবদিগন্ত, বিধাননগরের পর এবার ধাপায় নিয়মিত জঞ্জাল ফেলবে হাওড়া পুরনিগমও ৷ তাই স্বাভাবিকভাবেই চাপ বাড়তে চলেছে কলকাতার এই আবর্জনার পাহাড়ে ৷

author-image
Jaita Chowdhury
New Update
৩৪ বছরে ধাপায় জমেছে ৪০ লক্ষ মেট্রিক টন বর্জ্য

নিজস্ব সংবাদদাতা: হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপর্যয় ঘটেছে ৷ যার ফলে এবার চাপ বাড়তে চলেছে কলকাতার আবর্জনার পাহাড়ে । কারণ, এখন থেকে প্রতিদিন হাওড়া পুরনিগম এলাকার ৩০০ টন আবর্জনাও এসে পড়বে ধাপায় । মঙ্গলবার সরকারিভাবে আবর্জনা ফেলা নিয়ে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের বৈঠকে ৷

তাক লাগাচ্ছে ধাপার স্মার্ট স্কুল

আগেই কলকাতার কয়েকশো টন আবর্জনা নিসে এসে ফেলা হত ধাপায় ৷ বেলগাছিয়ার ভাগাড়ে ধসের ফলে সেখানকার ও এছাড়া নিউটাউন, পানিহাটি, নবদিগন্ত, বিধাননগর-সহ ধাপায় সবমিলিয়ে প্রতিদিন প্রায় 1 হাজার টন জঞ্জাল এসে পড়বে পড়শি পুরএলাকাগুলি থেকে । হাওড়ার ইতিমধ্যেই পানীয় জল সমস্যা সমাধানে পাশে দাঁড়িয়েছে কলকাতা পুরনিগম । এবার জঞ্জালের চাপও এসে পড়বে কলকাতার ঘাড়ে ।