মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের লড়াইয়ের আগেই ইলিশ-চিংড়ির লড়াই, কাঁপছে বাজার

ইলিশ ও চিংড়ির বাজারদর জানুন। 

author-image
Aniket
New Update
ফব

File Picture

নিজস্ব সংবাদদাতা: মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের লড়াইয়ের আগেই এবার বাজার কাঁপাচ্ছে ইলিশ ও চিংড়ি। কে বেশি দামে বিক্রি হতে পারে তা নিয়ে বাজারে চলছে লড়াই। প্রতি কেজি ইলিশ মাছের দাম রয়েছে ৮০০ থেকে ১০০০ টাকা। ছোট ইলিশ মিলছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে।

Ilish Price: ইলিশ ৪০০ টাকায়, কলকাতার বাজারে কোন ওজনের ইলিশের দাম কত  যাচ্ছে? রইল - Hilsa is back in the Monsoon platter of Bengal Check Ilish  latest rates on 26 June 2023

অপরদিকে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গলদা চিংড়ি। বাগদার প্রতি কেজিতে দাম রয়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। ছোট চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০ টাকার আশেপাশে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় চিংড়ির চাহিদায় রদবদল, জনপ্রিয় হচ্ছে ভেনামি  চিংড়ি – The New Nation | Bangla Version