বিজেপি আপনাকে কিছু দেয় নি, বলার আগে অন্তত একটা চুল ছিঁড়ে নেবেন- চরমতম অপমান করলেন তথাগত রায়

কি বললেন তথাগত রায়?

author-image
Aniket
New Update
tathagata roy11 .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার নিজের এবং বিজেপির সমালোচককে ফের চরমতম অপমান করে জবাব দিলেন তথাগত রায়।

x tathagata roy sad face

তিনি ট্যুইট করে বলেন, "ঈর্ষায় মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে? বাঃ, এটাই তো চেয়েছিলাম ! এর পর, “বিজেপি আপনাকে কিছু দেয় নি”, বলার আগে অন্তত একটা চুল ছিঁড়ে নেবেন, বিলাসিতা মনে থাকবে ! 😂" তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।