New Update
/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সপ্তাহান্তে ফের অগ্নিকাণ্ডের ঘটনা তিলোত্তমায়। বেকবাগানের বহুতলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বহুতলের পাঁচ তলায় এদিন দুপুর তিনটে নাগাদ আচমকায় আগুন লেগে যায়।
যা জানা যাচ্ছে, বহুতলের একাধিক ফ্লোরে রয়েছে বিভিন্ন দফতরের অফিস। পাঁচতলার ৫১৫ নম্বর ঘরে এদিন আচমকায় আগুন লেগে যায়। দমকলের প্রাথমিক অনুমান, এসির আউটারে কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল আর তার থেকেই আগুন ছড়িয়ে যায় গোটা এলাকায়। দাউদাউ করে আগুন বেরোতে দেখা যায় বাইরে থেকেই।
/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
যেহেতু সেই সময় চলছিল লাঞ্চ টাইম, তাই অফিসের বেশির ভাগ কর্মীই খেতে নেমেছিল নীচে। ফলে সেই অর্থে কোনও বড় বিপদ ঘটেনি বলেই প্রাথমিকে মনে করছে দমকল। আপাতত, দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us