কলকাতায় ঢোকার চেষ্টা, বাধা পেলে তাণ্ডব বাংলাদেশি নাগরিকের

জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kolkata airport

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। আন্তর্জাতিক টার্মিনালের লাউঞ্জে কাচ ভেঙে বাইরে পালানোর চেষ্টা করলেন এক যুবক। পরে জানা যায়, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ।

সূত্রের খবর, বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আশরাফুল (২৫) সিঙ্গাপুর থেকে বিমানে কলকাতায় আসেন। কলকাতা থেকে ঢাকার বিমান ধরার কথা ছিল তাঁর। কিন্তু, ইন্টারন্যাশনাল ট্রানজিট লাউঞ্জে বসে থাকার সময় আচমকাই কাচ ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি। সিআইএসএফ নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করেন।

Arrest

জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন ও বিভ্রান্তিকর বক্তব্য দিতে থাকেন আশরাফুল। নিরাপত্তা সংস্থার এক সূত্র জানিয়েছে, ধৃত যুবক দাবি করেন, “আল্লাহ তাকে বলেছেন সূর্যের আলোয় থাকলে তার শক্তি বাড়বে”। এই বক্তব্যে আরও সন্দেহ বাড়ে। পরে তাঁকে এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিধাননগর পুলিশ আশরাফুলকে গ্রেফতার করেছে, এবং তাঁর মানসিক অবস্থা ও কলকাতায় আসার উদ্দেশ্য নিয়েও তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার প্রশ্নে এমন ঘটনা উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার নেপথ্যে মানসিক ভারসাম্যহীনতা, নাকি অন্য কোনও উদ্দেশ্যতা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিমানবন্দরের নজরদারি আরও কড়া করা হয়েছে।