BREAKING: বাংলাদেশী মডেল-অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড!

কে সেই অভিনেত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশী মডেল-অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড। লালবাজারের গুন্ডা দমন শাখার হাতে ধৃত শান্তা পাল। বর্ধমানের ঠিকানায় বানানো হয়েছিল শান্তার নামে আধার কার্ড। কলকাতার বিক্রমগড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। কলকাতার আরেক ঠিকানায় শান্তার নামে ইলেকট্রিক বিল আসে। 

কয়েকদিন আগে একজনের কাছে দুই দেশের পরিচয়পত্র পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন শান্তা। সেই শান্তার বিরুদ্ধেই এবার ভারত-বাংলাদেশ দুই দেশের আধার কার্ড রাখার অভিযোগ। মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব জেতেন শান্তা পাল। কিছুদিন আগে ঠাকুরপুকুর থানায় গিয়ে প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন তিনি।

c9uhfmko_aadhaar-card-_625x300_18_March_24.webp