New Update
/anm-bengali/media/media_files/zXmQnYeY00c7ULTZ3eN8.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় পরতে পরতে রয়েছে রহস্য। ইতিমধ্যেই এই মামলায় তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিআইডি। আর তদন্ত প্রক্রিয়া শুরু করতেই হাতে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গেল মৃত্যুর মুহুর্তের হাড়হিম পরিস্থিতি।
যা জানা যাচ্ছে, গত ১৩ মে নিউটাউনের আবাসনেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। খুনের পর টুকরো টুকরো করে কাটা হয় দেহ। ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিনদিন ধরে দেহাংশ অন্যত্র সরিয়ে ফেলা হয়। দেহের কিছু অংশ ওই ফ্ল্যাটের ফ্রিজে রাখা ছিল বলেও খবর। এমনকি ওই ফ্ল্যাট থেকে প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে কোথায় কোথায় দেহাংশ ফেলা হয়েছে, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
/anm-bengali/media/media_files/hOrtNuilt3o34jCNbkuW.jpg)
/anm-bengali/media/media_files/WGmmy4MBFDl2Fj13597F.webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us