উত্তপ্ত বাংলাদেশে শান্তি ফেরাতে বিশেষ প্রার্থনায় বসবে ইসকন

১ ডিসেম্বর পরমেশ্বরের কাছে শান্তির আর্জি নিয়ে প্রার্থনার আয়োজন করেছে ইসকন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jagannath-balabhadra-subhadra-scaled

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিন দিন উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ। লাগাতার মন্দিরে অগ্নিসংযোগ ভাঙচুর সংখ্যালঘুদের উপর চালানো হচ্ছে আক্রমণ। এদিকে এখনো জেলে বন্দি হয়েছেন সন্ন্যাসী চিন্ময় দাস প্রভু। ইস্কন কলকাতা তার পাশে থাকবে বলে দেওয়া হয়েছে বার্তা। 

বৃহস্পতিবার থেকে প্রতিদিন কীর্তনের মাধ্যমে সন্ন্যাসীকে মুক্তি দেওয়ার বার্তা জানানো হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে। ধর্মীয় সহিষ্ণুতার পথে হাঁটলেও বাংলাদেশের ক্রমাগত আক্রান্ত হচ্ছে এক বিশেষ ধর্ম। শুধু হিন্দু নয় বৌদ্ধ খ্রিস্টানদের উপরেও চালানো হচ্ছে আক্রমণ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে আক্রমণ থামেনি তা বোঝাতে ইসকন কলকাতার তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। 

Iskcon_Prabartak_Sri_Krishna_Temple_Chittagong_Bangladesh

শুক্রবার এই অত্যাচারের মাত্রা আরো বেড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এরই মধ্যে এবার ভক্ত সাধারনের কাছে কাতর আর্জি ইসকনের। রবিবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেওয়ার দাবি নিয়ে যাতে পথে নামে ইসকন ভক্তরা। ১ ডিসেম্বর পরমেশ্বরের কাছে শান্তির আর্জি নিয়ে প্রার্থনার আয়োজন করেছে ইসকন। ইসকন মন্দিরে বিশেষ প্রার্থনা সভায় দলে দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ভক্তদের। 

Bangladesh

প্রসঙ্গত গত বৃহস্পতিবার ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। ধর্মীয় মুক্তির মাধ্যমে ধর্মীয় সহিষ্ণুতার কথা বলেছে উচ্চ আদালত। কিন্তু তারপরেও থামছে না হিংসা। এরই মধ্যে হিন্দুদের ঐক্যবদ্ধ  করতে সমস্ত সনাতনীদের একসাথে ইসকনের ধর্মীয় সভায় যোগদান করতে আমন্ত্রণ জানিয়েছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট।