/anm-bengali/media/media_files/2025/12/08/whatsapp-image-2025-12-04-2025-12-08-14-16-30.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দুই রাজ্যের ভোটার তালিকাতে যাদের নাম আছে বাংলার ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা করল বাংলা পক্ষ কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা সাংগঠনিক জেলার সদস্যরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা, দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ সম্পাদক মোঃ হুমায়ুন মোল্লা সহ অন্যান্য সহযোদ্ধারা।
দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাতিল করার দাবিতে SIR ঘোষণা হওয়ার পর থেকেই আন্দোলন চালাচ্ছে বাংলা পক্ষ। এর আগে সংঠনের তরফে নির্বাচন কমিশন দপ্তর অভিযান সংগঠিত করা হয়। বর্তমানে প্রতিটি জেলার জেলাশাসকের হাতে এই বিষয়ে স্মারকলিপি জমা দেবার কর্মসূচি চলছে তাদের তরফ থেকে।
সংগঠনের আরও দাবি যদি দুই রাজ্যে ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তি বাংলার ভোটার তালিকায় নিজেকে নথিভুক্ত করে তাদের খুঁজে নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের করতে হবে।
এই বিষয়ে কৌশিক মাইতি বলেন, "বিজেপি ও মিডিয়ার অনেকেই বাংলাদেশী অনুপ্রবেশকারী/ রোহিঙ্গা ইত্যাদি ইস্যু নিয়ে বাজার গরম করতে ব্যস্ত। তাই লাখ লাখ ক্রিমিনাল যাদের দু রাজ্যে ভোটার কার্ড, তাদের দিকে বড় দলগুলো ও মিডিয়া দৃষ্টি দিচ্ছে না। কিন্তু বাংলার সম্পদ নষ্ট করছে লাখ লাখ ক্রিমিনাল, যারা বিহার/ইউপি/ঝাড়খন্ড/ উড়িষ্যা ও বাংলা দু জায়গাতেই ভোট দেয়। বাংলা পক্ষ এদের বিরুদ্ধে বাংলা জুড়ে জেলায় জেলায় লড়ছে। বাংলায় SIR এ এই দু রাজ্যে ভোট থাকা ক্রিমিনালদের নাম নাদ দিতে হবে। আমরা তালিকা তৈরি করছি। আজ দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসকের সাথে মিটিং সদর্থক হচ্ছে। বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা গড়বে বাংলা পক্ষ"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/08/whatsapp-image-2025-12-04-2025-12-08-14-16-15.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us