পঁচাত্তরে পা বালিগঞ্জ কালচারাল: প্ল্যাটিনাম জুবিলিতে ভাবনা ‘প্রথা’

এই পুজো আজও প্রথা মেনে এগিয়ে চলে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-17 at 21.24.14

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে প্ল্যাটিনাম জুবিলি বর্ষে পৌঁছল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ৭৫ বছরের এই পথচলা উদযাপন করতে আয়োজন নজরকাড়া হলেও পুজোর রীতি-নীতি ও ঐতিহ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। এবারের মূল ভাবনা— ‘প্রথা’।

শিল্পী সুশান্ত শিবানী পাল জানিয়েছেন, “আজকের দুর্গাপুজো অনেকটাই বিবর্তিত। তবে বালিগঞ্জ কালচারালের ধারা একেবারেই আলাদা। এই পুজো আজও প্রথা মেনে এগিয়ে চলে। দর্শনার্থীরা মূল মণ্ডপে প্রবেশ করলেই বিশেষ এক অনুভূতির সাক্ষী হবেন”।

৭৫ বছরের দীর্ঘ যাত্রায় নানা চড়াই-উতরাই এসেছে, কিন্তু বালিগঞ্জ কালচারাল তার সাবেকিয়ানা ধরে রেখেছে। সাধারণ সম্পাদক ডাঃ সপ্তর্ষি বসু বলেন, “ছোটবেলা থেকে এই পুজো দেখে আসছি। সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও সাবেকিয়ানা বদলায়নি। এ বছরেও প্রথা মেনেই পুজো এবং সিঁদুরখেলা হবে”। 

548709220_1213115517519389_610440934767078144_n

প্ল্যাটিনাম জুবিলির আবহে এ বছর বালিগঞ্জ কালচারাল মণ্ডপে দর্শকদের জন্য থাকবে বিশেষ আয়োজন, তবে মূল আকর্ষণ থাকবে সেই ঐতিহ্যের ধারাবাহিকতা, যা সাত দশকেরও বেশি সময় ধরে কলকাতাবাসীর মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে।