BIG NEWS: জ্যোতিপ্রিয়র স্ত্রী এবং কন্যাকে ৯ কোটি টাকা ঋণ!

রেশন নিয়ে দুর্নীতি সংক্রান্ত মামলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আগেও গ্রেফতার করা হয়েছে বাকিবুরকে। এবার তিনি বললেন এক বড় দাবি। ক্লিক করে পড়ুন বিস্তারিত।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
jyoti1m

নিজস্ব সংবাদদাতা: বড় দাবি করলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান। ইডির দাবি, তিনি নাকি সুদ ছাড়াই ৯ কোটি টাকা ঋণ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়ের স্ত্রী এবং কন্যাকে। এমনকি, সেই ঋণের জন্য বন্ধক হিসাবেও কিছু রাখা হয়নি। সুদ ছাড়া এই টাকা ধারের নেপথ্য কাহিনী জানতে জেলে গিয়ে বাকিবুরকে জেরা করতে চায় এবার ইডি। শনিবার সেই মামলায় বাকিবুরকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করালে ইডি দাবি করে, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ঐ ব্যবসায়ী কোনও রকম সুদ বা বন্ধক ছাড়াই মোট ৯ কোটি টাকা মন্ত্রীর স্ত্রী ও কন্যাকে ঋণ হিসাবে দিয়ে দিয়েছেন। এই বিষয়ে বাকিবুরকে জেরা করতে জেলে গিয়ে জেরার অনুমতি প্রার্থনা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

hiring.jpg